ফারুক হোসেন : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জরে নওদাপাড়া গ্রাম থেকে শাহারুল (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর হয়েছে। নিহত যুবক দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মিতালী গুচ্ছগ্রামের হাতেম মন্ডলের ছেলে। রবিবার (২৮ বিস্তারিত
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর বাজারে শত্রুতামূলক ২ টি দোকানের ব্রয়লার মুরগী মেরে ফেলা ও কয়েক হাজার ডিম নষ্ট করেছে দুষ্কৃতিকারী একটি চক্র।
অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে যাত্রাপুর বাজারের পাইকারী মুরগী ও ডিম ব্যবসায়ী শহিদুল ও দুলু মিয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে গেলে দোকান ঘরের টিনের বেড়া কেটে চক্রটি ঘরে প্রবেশ করে প্রায় ৩০ হাজার ডিম ভেঙ্গে ফেলে ও বিভিন্ন প্রজাতির ২৫৫ টি মুরগী মেরে ফেলে এবং ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ঐ দুই ব্যবসায়ীর প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্তরা।
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের
৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/b27sZ11ZR8Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ তার আতœার শান্তিতে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা এসএম আব্রাহাম লিংকনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল নয়টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করে।
শেষে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধুর আতœার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানাসহ জেলার বিভিন্ন অফিসের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে হত্যা মামলার আসামীদের
গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৮.০৮.২০ইং
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অজুনডারায় সিদ্দিকুর রহমানের খুনি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নিহতের শ্যালক আসাদুল ইসলাম।
এসময় নিহতের স্ত্রী কাজলী বেগম, একমাত্র সন্তান সুমাইয়া আক্তার ও তার মা সাজেদা বেগমসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ মে জমিতে বাছুর কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে ২৮ মে রাত ৯টায় আসামীর বাড়িতে সালিশ বৈঠকের সময় কথাকাটাকাটির জের ধরে সিদ্দিকুর রহমানকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা। এসময় আহত হয় নিহতের ছোট ভাই সাদেকুলসহ প্রতিবেশী এনামুল।
এ ঘটনায় ২৯ মে ১২ জনের নামে উলিপুর থানায় মামলা দায়ের করা হলে প্রধান আসামী আইনুল হক, আমানুল হক ও আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো অন্যান্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা বাদিদের বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্য আসামীদের গ্রেপ্তারসহ সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
গাইবান্ধা প্রতিনিধিঃ
করোনায় জীবন উৎসর্গকারী ও ফ্রন্টলাইনে থেকে মানুষকে সেবা দেয়া পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও বিভিন্ন সমাজসেবক সম্মুখসারী যোদ্ধাদের সম্মান জানাতে গাইবান্ধা এক মিনিটের করতালী কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় এক মিনিটের অবিরাম করতালিতে অংশ নেয় সাঘাটার সামাজিক উন্নয়ন সংস্থা নকশীবাংলার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।