গাইবান্ধায় ৬ পা বিশিষ্ট অদ্ভুদ বাছুরের জন্ম।
বিজয় কুমার, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের পশ্চিম গটিয়া গ্রামের কৃষক হাসমত আলীর একটি গাভী ৬ পা বিশিষ্ট বিকলাঙ্গ একটি অদ্ভুদ বাছুর জন্ম দিয়েছে। অসুস্থ্য বাছুরটি চলাফেরা করতে না পারায় মৃত্যুর প্রহর গুনছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টায় জন্ম নেওয়া বাছুরটি একদিন অতিবাহিত হলেও প্রকৃতির নিয়মে মলমূত্রত্যাগ না করায় ধীরে ধীরে পেট ফুলে যাচ্ছে। তবে মা গাভীটি সুস্থ রয়েছে। গাভীর মালিক হাসমত মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে আসছি তবে এ ধরনের ঘটনা এই প্রথম ঘটলো’। মা গাভীর দুধ দহন করে ফিডারের মাধ্যমে বাছুরটিকে খাওয়ানো হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় পশু (প্রানী সম্পদ)। চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, ক্রমোবিভাজনের ফলে জন্মগত ভাবে বিকলাঙ্গ প্রানীর জন্ম হয়।
ঈ্রকৃতির অপার লীলায় জন্ম নেওয়া ৬ পা বিশিষ্ট বাছুরের কথা সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অদ্ভুদ বাছুটিকে এক নজর দেখার জন্য হাসমত মিয়ার বাড়িতে ভীড় জমাচ্ছে।