গাইবান্ধা সংবাদদাতা:
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সিনিয়র ব্যবস্থাপনা টীমের সদস্যদেও সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধার সদর থানার নতুন ওসি মাহফুজার রহমান। আজ দুপুরে তিনি জিইউকের প্রধান কার্যালয়ে আসলে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
পরে জেলার আইন-শ্ঙ্খৃলা নিয়ন্তন, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করা হয়। এসময় ওসি-অপুরেশন মজিবুর রহমান, এসআই শাহাদৎ হোসেন এবং জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, অখিল চন্দ্র বর্মন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দিপালী রানী বর্মন, জালাল উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ, আব্দুর রাজ্জাক, অভিজিৎ রায় পার্থ, জিএম মুক্তাদির রহমান শোভন, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মন্ডল।