এরশাদ আলম: বঙ্গবন্ধু শতবর্ষ প‚তি উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পশ্চিম গোদারহাট তিন রাস্তার মোড়ে নাইট ফুটবল(চাইনিজ) টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে মামা ভাগ্নে স্মৃতি সংঘের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের সদর উপজেলা সহ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক,পরে রাত ৮ টার দিকে ফুটবল মাঠে খেলতে নামে খেলোয়াররা।
এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুজা মিয়া,এছাড়াও বিভিন্ন এলাকার উৎসক খেলা প্রিয় সাধারণ মানুষ এ খেলা দেখতে আসে। উদ্বোধনী খেলায় অংশ নেয় গোদারহাট সমাজ উন্নয়ন ক্লাব বনাম পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা এ খেলায় গোদারহাট সমাজ উন্নয়ন ক্লাব দুই গোলে বিজয়ী হয়।