ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে
বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ফুলছড়ি ক্রিকেটার্সের আয়োজনে উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে অফিসার্স ক্লাব ফুলছড়ি, ফুলছড়ি থানা ও ফুলছড়ি ভলান্টিয়ার্স। পরে ফাইনাল খেলা অফিসার্স ক্লাব ফুলছড়ি বনাম ফুলছড়ি ভলান্টিয়ার্সের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অফিসার্স ক্লাব ফুলছড়ি ৩ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ফুলছড়ি ক্রিকেটার্সের সভাপতি আতিকুর রহমান শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী রঞ্জু আহমেদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ফুলছড়ি ক্রিকেটার্সের উপদেষ্টা আশিকুর রহমান মুন প্রমুখ।