ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে নাইট চাইনিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশ্বে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। এসময় তিনি বলেন, করোনাকে জয় করতে হলে খেলাধুলার বিকল্প নেই আরও বলেন মাদক কে না বলি, এসো মোরা খেলাধুলা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব রায়হান, ফুলছড়ি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হান্নান মিয়া, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান, কঞ্চিপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি সাইদুর রহমান ডিপ্টি সহ প্রমুখ ।
উদ্বোধনী খেলায় স্বপ্নসিড়ি ফাউন্ডেশন বনাম ডাবলু স্মৃতি স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে। টুর্ণামেন্টে খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করছে।