নাজমুল হোসেন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ মাদক মুক্ত সমাজ গড়তে খেলার কোন বিকল্প নেই এই চেতনা কে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মীরডাংগী স্কুল মাঠে (শনিবার ২৬ শে) ডিসেম্বর বিকাল তিন টায় সাবেক সংসদ সদস্য মরহুম আলী আকবর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল২০২০ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে উদ্বোধনী ও ফুটবল খেলায় প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, কর কমিশনার কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ঢাকা, আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল,জেলা পরিষদের সদস্য আব্দুল আকাদের,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিল ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলাম, সহ ঢাকা রোটারী ক্লাবের সদস্যরা।
খেলা পরিচালনা করেন বা ফু ফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি হাসানুজ্জামান বিল্পব।
উক্ত খেলায় উত্তর বঙ্গের শ্রেষ্ঠ স্বনামধন্য জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুর ও হরিপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।
খেলায় জয় স্পোর্টিং ক্লাব ৪- ০ গোলে জয়লাভ করে।