“তুমি বিহীন” কে,এম,জুলফিকার আলী
-
সংবাদ সময় :
Wednesday, 30 December, 2020
-
৬৩
বার দেখা হয়েছে
“তুমি বিহীন”
কে,এম,জুলফিকার আলী
===================
সেদিন আমি কেঁদেছিলাম
তোমায় ভালোবসে,
সারাজীবন চেয়েছিলাম
থাকতে তোমার পাশে।
দাওনি সারা সেদিন তুমি
মুখ ফিরিয়ে ছিলে,
আমার অশ্রুতে দাগ কাটেনি
তোমার কঠিন দিলে।
শুকিয়ে গেছে এখন আমার
চোখের অশ্রুজল,
মনকে আমি বুঝ দিয়েছি
নানা রকম ছল।
তোমার কথা আর ভাবিনা
পাবো না তোমায় বলে,
তুমি বিহীন জীবন আমার
ভালো ভাবেই চলে।
সংবাদটি শেয়ার করুন
এই ধরনের আরো সংবাদ