গাইবান্ধা প্রতিনিধি ” গাইবান্ধার বাদিয়াখালির নজরুল চর্চা কেন্দ্র ছিন্নমূল মানুষ ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার জেলা শহরের হযরত শাহ বাঙাল হাফিজিয়া মাদ্রাসায় (এতিমখানা) ১শ কম্বল বিতরণ করা হয়। এর আগে সোমবার রাতে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা দিল আরা তাসলিমা লিলির আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফেরদৌসী জাহান সিদ্দিকা।