গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী ফকিরপাড়া গ্রামে এসএসসি’০২ ব্যাচের উদ্যোগে গতকাল বুধবার অসহায় শীতার্ত ১৬০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন এসএসসি’০২ ব্যাচের নাহিদ হাসান রিয়াদ, রোকসান রিমা, শাওন হুদা, শফিকুল সোমেল, তৌহিদুল ইসলাম, নুরুল রকি, রাকিব হাসান রোজ প্রমুখ।
এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া মাদ্রাসা, পৌরসভার হযরত শাহ বাঙাল হাফিজিয়া মাদ্রাসায় (এতিমখানা) ও তিনগাছেরতল এলাকার মাদ্রাসায় ৬০টি কম্বল বিতরন করা হয়।