বিশ্বজুুড়ে জনপ্রিয়তার শীর্ষে যে মেসেজিং অ্যাপগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। তবে হঠাৎই প্রাইভেসি পলিসিতে বদল এনেছে তারা। সেই নীতি অনুসরণ করতে হবে সব গ্রাহককে। না হলে ডিলিট হয়ে যেতে পারে মেসেজিং অ্যাপটি।
মঙ্গলবার এই মেসেজিং অ্যাপের ব্যবহারকারীদের অ্যাপে একটি নোটিফিকেশন আসে। এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি বদলাচ্ছে। এতদিন যেকোন আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবকিছুতে ‘নট নাও’ অপশন পাওয়া যেত। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারতেন। ঠিকঠাক চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে। নতুন পলিসিতে ‘নট নাও’ অপশনই থাকছে না। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পলিসি মেনে নেওয়ার সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নীতি না মানলে নিষ্ক্রিয় হয়ে যাবে মেসেজিং অ্যাপটি।
যা আছে এই নতুন পলিসিতে: