নিজস্ব প্রতিবেদক:স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম জানিয়েছেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে ভ্যাকসিন আসবে। ২৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্টেশন শুরু হবে এবং দেশে আসার একসপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু পরিকল্পনা রয়েছে।
সোমবার স্বাস্থ্য ভবনে ‘কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা’ জানাতে গিয়ে এতথ্য জানান।
তিনি বলেন, যাদের মাধ্যমে ভ্যাকসিন আনা হচ্ছে তারা আমাদের জানিয়েছেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন নিয়ে আসতে পারবে। এখানে তারা ২ দিন রাখবে। এরপর আমাদের তালিকা অনুযায়ী পৌছে দেবে।
২৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্টেশন শুরু হবে এবং দেশে আসার একসপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে সারাদেশে শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু পরিকল্পনার কথা জানান তিনি। ১৮ বছরের নিচে এবং গর্ভবতী মায়েদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে না।
একপ্রশ্নে তিনি জানান, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ধাপে ধাপে ৩ কোটি ৪০ লাখের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য ৭৩৪৪ দল নির্ধারন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, জেলা সদর হাসপাতাল, সরকারী বেসরকারী মেডিক্যাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল,পুলিশ বিজিবি হাসপাতাল ও সিএমএইচে হবে টিকা কেন্দ্র।