র্যাব ১৩, রংপুর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান ‘র্যাব সেবা সপ্তাহ” উপলক্ষে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ এবং টাকা বিতরণ
আব্দুর জলিলঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী “র্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে র্যাব-১৩ বিভিন্ন কর্মসূচী যেমন-রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি জনকল্যাণ মূলক কার্যক্রম পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১১ জানুয়ারি) দুপুরে র্যাব-১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস,(এস), বিএন এর উপস্থিতি ও সরাসরি তত্ত¡াবধানে র্যাব-১৩ রংপুর এর আওতাধীন বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকদের উপস্থিতে ০৫ জন দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী তথা এককালীন নগদ প্রত্যেককে ১০,০০০ টাকা, ০১টি করে স্কুল ব্যাগ এবং কিছু সংখ্যক বই বিতরণ করেন। সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে র্যাব-১৩ অত্যন্ত আনন্দিত। অত্র অনুষ্ঠানে উপস্থিত অভিবাবক, মেধাবী শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও ব্যাটালিয়নের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।