গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিদ্যুৎ যোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল, ডাল, তেল, চিড়া, চিনি, লুডুস ও শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরন বিতরন করলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড ।
শুক্রবার (১৫ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম ও কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড জানান, প্রধানমন্ত্রীর উপহার ও শীত বস্ত্রসহ আপনাদের জন্য আমার দপ্তরে দেবার মতো যা ছিল প্রাথমিক ভাবে দেয়া হলো আগামীতেও আপনাদের সহযোগীতা করার চেষ্টা করবো ।
অনুষ্টানে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, চিন্তার কোন কারন নেই, সরকার আপনাদের পাশে আছেন । যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সার্বিক সহযোগীতা করবো ।
উলেখ্য গত বছর পল্লী বিদুতের ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি প্রতিবেদন ও ভিডিও ভাইরাল হয় । পরে বিষয়টি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে ।