পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যানের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান বাবু চেয়ারম্যানের ছেলে পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মূল মিত্র, ঘোড়াঘাট পৌর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক আনভিন বাপ্পি । এসময় পলাশবাড়ী ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণ করেন পলাশবাড়ী প্রেসক্লাব একাদশ বনাম ঘোড়াঘাট পৌর প্রেসক্লাব একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল না দেয়ায় পরে ট্রাইব্রেকারে পলাশবাড়ী প্রেসক্লাব একাদশ ১-০ গোলে ঘোড়াঘাট প্রেসক্লাব একাদশকে পরাজিত করে।