লিটন বিন ইসলাম,মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাচ্ছে নতুন ঘর ।এদিকে অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের তাদের স্বপ্নের গৃহে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে উপজেলার প্রদত্ত খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে মাধবপুর উপজেলা প্রশাসন।
জানাযায় আগামী ২৩ জানুয়ারী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করবেন । এবং একই দিনে নতুন ঘর ও দলিলাদি গৃহহীনদের হাতে তুলে দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ: মাসুদুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি নাই, ঘর নাই এ রকম উপজেলার জেলার ৮০টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ প্রায় শেষ ।প্রথম ধাপে ৩০জন ও দ্বিতীয় ধাপে ৫০ জন ভূমিহীন পরিবার পাবে এই ঘর।
প্রতিটি ভূমিহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ ঘরের দুইটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, সামনে বারান্দা ও টয়লেট রয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ একলক্ষ একাত্তর হাজার টাকা।