নলছিটি পৌরসভা নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করে বিরতিহীন ভাবে চলেছে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শীত উপেক্ষা করেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অধিকাংশ কেন্দ্রেই পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল অধিক। কেন্দ্র গুলোতে ভোট গণনা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ফলাফল। প্রার্থীদের কর্মী সমর্থকেরা কেন্দ্রের সামনে ফলাফল জানতে অপেক্ষা করছেন।
ভাঙ্গাদৌলা গ্রামের জয়নব বিবি (৯৫) কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছিলেন। সূর্যপাশা কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন নব্বই বছরের বৃদ্ধ আবদুল লতিফ খলিফা। অনুরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী নারী ফুলে জেন্নাত। নান্দিকাঠী কেন্দ্রে দেখা হয় ১১০ বছরের মালেকা বেগমের সাথে। এদের সাথে আলাপ করে জানা গেছে তারা তাদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য ভোট দিতে কেন্দ্রে এসেছেন।