আবু তাহের:
গাইবান্ধা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিআরডিএফ) বাস্তবায়নে দাতা সংস্থা UNFPA এবং Action Aid Bangladesh এর আর্থিক সহযোগিতায় এবং SKS Foundation এর সার্বিক মনিটরিং এ “জেন্ডার বেসড ভায়োলেন্স ইন হিউমানিটিরিয়ান রেসপন্স প্রজেক্ট” এর আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ টি পরিবারের মধ্যে “নারীর মর্যদা সুরক্ষা উপকরণ” বিতরণ করা হয়েছে।
৩১ মার্চ ২০২১ সামাজিক দূরত্ব বজায় রেখে ফুলছড়ি পুরাতন উপজেলা পরিষদ চত্বর থেকে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
২০০ টি পরিবারে প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল- ১. সুতি শাড়ী ১টি, ২. অন্তর্বাস ৩টি, ৩. পুর্ণ্যব্যাবহারযোগ্য স্যানিটারী প্যাড ২ প্যাকেট, ৪. তোয়ালে ১ টি, ৫. গোসলের সাবান ৬টি, ৬. কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার (৪০০ গ্রাম ) ৬ টি, ৭. টুথ পেষ্ট ১টি, ৮. টুথ ব্রাশ ১টি ৯. চিরুনী ১টি, ১০. সাবান কেস ১টি, ১১. ফ্লাসলাইট ১টি, ১২. বাঁশি ১টি, ১৩. শ্যাম্পু ১টি, ১৪. সেভিং ক্রিম ও ব্রাশ ১টি ও ১৫. রেজার বেøড (৫টি) সেট ১বক্স।
জিআরডিএফ এর নির্বাহী প্রধান জনাব মো: আছাদুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটি এম রাশেদুজ্জামান রোকন, সাধারন সম্পাদক আওয়ামী যুবলীগ ফুলছড়ি উপজেলা ও অধ্যক্ষ কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আব্দুল গফুর মন্ডল চেয়ারম্যান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ।
বক্তব্য রাখন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা (বেসওয়া) এর সাঘাটা থানার সহসভাপতি সার্জেন্ট (অব) মোঃ দেলোয়ার হোসেন দুলাল, প্রভাষক আফছানা জামানসহ আরো অনেকে।
প্রোগ্রাম টি নারীর মর্যাদা সুরক্ষা উপকরন বিতরনের হওয়ায় পুরো কার্যক্রমটি জিআরডিএফ এর নারী ভলান্টিয়ার দ্বারা পরিচালিত হয়।